
শরীয়তপুরে যুগান্তর স্বজন সমাবেশের আয়োজনে “মানুষ মানুষের জন্য” শিরনামে রোহিঙ্গা গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির হলরুমে আলোচনা সভা ও কবিতা পাঠ অনুষ্ঠানে সভপতিত্ব করেন যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি এডভোকেট মির্জা হজরত সাইজী। অনুষ্ঠান পরিচালনা করেন স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক খান মেহেদী মিজান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন এডভোকেট আবুল কালাম আজাদ, এডভোকেট মৃধা নজরুল কবির, এসএম শফিকুল ইসলাম স্বপন, এডভোকেট মো. বজলুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট সামসুজ্জামান সেকান্দার, এডভোকেট মো. দেলোয়ার হোসেন, আজিজুর রহমান রোকন, নুরুল হক ঢালী, জিহান রাব্বানী জাকির, ইয়াসিন, মো. ওবায়েদুর রহমান বাদল, জয়ন্ত ব্রহ্মবাদী, এ এইচ নান্নু, বিএম আবুল কাশেম, মোহাম্মদ মোতালেব হোসেন, এডভোকেট আজিজুর রহমান রোকন প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একজন এলেন কুডনি শিশু মরেগিয়ে বিশ্ব বিবেককে কাদিয়েছিল। রোহিঙ্গা লক্ষ শিশুর লাশ দেখে বিশ্ব আত্মা চুপ কেন? সুচি শান্তিতে নোবেল পেয়ে তার অপব্যবহার করছে। বিশ্ব মুসলিম জাগ্রত হলে সুচির শান্তির নোবেল কেড়ে নেয়া হবে। যেখানে জীব হত্যা মহাপাপ আর সেখানেই নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে তা কেন মহাপাপ হবে না?
এ সময় উপস্থিত কবিগণ স্বরচিত কবিতা পাঠ করে রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদ জানায়। -newsofbangladesh