
শরীয়তপুর পৌরসভাধীন আংগারিয়া বাজারে অবস্থিত আকিজ বিড়ির গোডাউনে অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার দুপুর ১২টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান এই জরিমানা করেন। ধুমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন লংঘন করায় ভ্রাম্যমান আদালত তাদের জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট আল ইমরান বলেন, মঙ্গলবার বেলা ১২টার দিকে আংগারিয়া বাজারে আকিজ বিড়ির ডিপোতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বিপুল পরিমান আকিজ বিড়ির বিভিন্ন বিজ্ঞাপন ও প্রচারপত্র উদ্ধার করা হয়। তামাকজাত দ্রব্য প্রচার নিষিদ্ধ। ধুমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ আইন অমান্য করায় ডিপোর ম্যানেজার বেলায়েত হোসেনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় জব্দকৃত বিজ্ঞাপন ও প্রচারপত্র পুড়িয়ে ধ্বংস করা হয়।