
“সততার শক্তিতে বলিয়ান” স্লোগানকে সামনে নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো অনলাইন নিউজ পোর্টাল “শরীয়তপুর নিউজ ২৪ ডটকম”। শুক্রবার সন্ধা সাতটায় নড়িয়াস্থ নিউজ পোর্টালটির কার্যালয়ে অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেক কেটে শুভ উদ্বোধন ঘোষণা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবদুল খালেক ও নড়িয়া থানার অফিসার ইনচার্জ মো. আসলাম উদ্দিন।
শরীয়তপুর নিউজ ২৪ ডটকমের প্রধান সম্পাদক ও শরীয়তপুর জেলা বার কাউন্সিলের সভাপতি এডভোকেট মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন শরীয়তপুর নিউজ ২৪ ডটকমের সম্পাদক ও প্রকাশক আহমেদ জুলহাস, একুশে টেলিভিশন ও দৈনিক জনকন্ঠ শরীয়তপুর জেলা প্রতিনিধি আবুল বাশার, সংলাপ ৭১ ডটকম ও সাপ্তাহিক বালুচর’র সম্পাদক আবদুল ওয়াদুদ, নড়িয়া বার্তার সম্পাদক বরকত আলী মুরাদ, দৈনিক দেশকাল শরীয়তপুর জেলা প্রতিনিধি রকি আহমেদ। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সাইদুল হক মুন্না।
এসময় উপস্থিত ছিলেন, নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে এম ওবায়দুল হক, এনটিভি ও দৈনিক কালের কন্ঠ শরীয়তপুর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজের জেলা প্রতিনিধি মো. ছগির হোসেন, দৈনিক খবরপত্রের নড়িয়া উপজেলা প্রতনিধি জাহাঙ্গীর ছৈয়াল, দৈনিক বর্তমান এশিয়ার বার্তা সম্পাদক মাহাবুব আলম, নড়িয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি দুলাল বেপারী, কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, সাংবাদিক এস এম জীবন রায়হান, কীর্তিনাশা থিয়েটারের সাধারণ সম্পাদক সরোয়ার আলম বাচ্চু, আ.লীগ নেতা লতিফ বেপারী, নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিতুল মোল্লা প্রমুখ।