
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপুর বাবা এড. সুলতান মিয়া (৯০) আজ ০৭/১০/২০১৭ রোজ শনিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে বাংলাদেশ মেডিকেলে শেষ নিশ্বাস ত্যাগ করেন। সুলতান মিয়া শরীয়তপুর জেলা আওয়ামীলীগের প্রবীন নেতা। তিনি দীর্ঘ দিন যাবৎ শরীয়তপুর সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্বরত আছেন। এছাড়া তিনি বার বার শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন। তিনি দীর্ঘ দিন যাবৎ বার্ধক্য জনিত রোগে ভুগতেছিলেন। সুলতান মিয়ার মৃত্যুতে শরীয়তপুর জেলায় এক শোকের ছায়া নেমে এসেছে। শোক প্রকাশ করেছেন সর্বস্তরে মানুষ।