
সাংবাদিকতায় বিশেষ ভূমিকা রাখায় সম্মাননা স্মারক পেলেন জাগোনিউজ ২৪ ডটকমের শরীয়তপুর জেলা প্রতিনিধি মো. ছগির হোসেন। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র পক্ষ থেকে তাকে এ সম্মাননা দেয়া হয়। নৌ-পরিবহনমন্ত্রী শাহজাহান খান তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
উল্লেখ্য, মো. ছগির হোসেন দীর্ঘদিন যাবত জাগোনিউজ২৪ডটকম, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি ও দৈনিক রুদ্রবার্তা পত্রিকায় সাব-এডিটর হিসেবে কাজ করছেন এবং জেলায় বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করছেন।
সোমবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় জাতীয় প্রেসক্লাব (কনফারেন্স হলে) বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র ৫ম বর্ষপূর্তি উৎসবে স্বাধীনতার ৪৬ বছর ও আমাদের গণমাধ্যম শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয় ।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি শহীদুল ইসলাম পাইলটের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন।
এ সময় উপস্থিত ছিলেন বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আহমেদ আবু জাফর, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) শাবান মাহমুদ, বিএমএসএফ’র কেন্দ্রীয় কমিটির আইন উপদেষ্টা অ্যাডভোকেট কাওসার হোসাইন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব ওমর ফারুক, এশিয়ান গ্রুপ ও এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন অর রশিদ, সিআইপি, দৈনিক ভোরের পাতা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং ভোরের পাতা গ্রুপের চেয়ারম্যান ড. কাজী এরতেজা হাসান, আইএনবি’র সম্পাদক ব্যারিষ্টার জাকির আহমেদ ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)’র নির্বাহী সদস্য এবং দৈনিক ভোরের পাতা পত্রিকার মফস্বল সম্পাদক জান্নাতুল ফেরদৌস চৌধুরী (সোহেল) ।
এ সময় বাংলাদেশের বিভিন্ন জেলা ও উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।