আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ইতালির রোমে প্রবাসি বাংলাদেশীর লাশ উদ্ধার, হত্যার অভিযোগ

ইতালির রোমে মিলন ছৈয়াল (৩৫ ) নামে এক বাংলাদেশি নিখোঁজের দুইদিন পর লিদো অষ্টিয়া নামক স্থানে লাশ পাওয়া গেছে।  সে শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িসার গ্রামের  ইসহাক সৈয়াল এর পুত্র।

নিহত মিলনের লাশ উদ্বারের পর হত্যার অভিযোগ উঠেছে।  জানা যায় গত রবিবার মিলন নিখোঁজ হয়।  এর দুইদিন পর তার লাশ পাওয়া যায় রোমের অদূরে লিদু-দি- অষ্টিয়াতে।  তবে ঘটনাটি এখনও পুলিশের তদন্তধীন রয়েছে।  ফলে এই মৃত্যুর রহস্যের সঠিক তথ্য এখনও পাওয়া যায়নি।

এ ব্যাপারে রোমে বাংলাদেশ দূতাবাসের  সচিব এরফানুল হক বলেন, ঘটনাটি দূতাবাস অবগত আছে।  যদি তার আত্বীয় স্বজন দূতাবাসের সহযোগিতা প্রয়োজন মনে করে তাহলে দূতাবাস এ ব্যাপারে সহযোগিতা করবে।