
শরীয়তপুরের নড়িয়া উপজেলার পদ্মা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৩৯ জনকে আটক করা হয়েছে।
জেলা মৎস্য কর্মকর্তা আব্দুস সালামের নেতৃত্বে কোস্টগার্ড ও নড়িয়া থানা পুলিশের সহায়তায় বুধবার ভোর ৪ টা থেকে ৮টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পরে আটককৃতদের নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অপ্রাপ্ত বয়স্ক ৭জনকে ৫ হাজার টাকা করে জমিনা ও বাকী ৩২ জনকে ১৫ দিনের কারাদ-াদেশ প্রদান করেন জেলে পাঠানো হয়। এদের মধ্যে ১৩ জন মুন্সিগঞ্জ জেলার এবং বাকী ২৬ জন শরীয়তপুর জেলার জেলে।
ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন বলেন, অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৭ জনকে ৫ হাজার করে জরিমানা ও বাকী ৩২ জনকে ১৫ দিনের করে কারাদন্ডাদেশ দেয়া হয়েছে।