আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পূর্ব নড়িয়া এলাকায় পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্থদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।  বুধবার বিকাল ০৪ টায় পূর্ব নড়িয়া নদী ভাঙন কবলিত এলাকায় ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা আর্থিক সহায়তা প্রদান করেন নড়িয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফরুজ্জামান (মিতুল মোল্লা) ও নড়িয়া পৌরসভা যুবলীগের নেতা দেওয়ান আল আমিন।  সার্বিক সহযোগীতায় ছিলেন ইতালি প্রবাসি ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল গনি মাদবর।  এসময় উপস্থিত ছিলেন জনাব আবদুল আলিম মাদবর, লিসা আক্তার ও মোহাম্মাদ রতন সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।