
প্রশাসনের কড়া নজরদারিতেও নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুর গোসাইরহাট ও নড়িয়া উপজেলায় ৩৫ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে ১ লাখ ১৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ১৪৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়েছে।
বুধবার ভোরে গোসাইরহাট ও নড়িয়া উপজেলার কুচাইপট্টি হিজলা, চরাত্রা, সুরেশ্বর ও চরমহন এলাকায় পদ্মানদীতে অভিযান চালিয়ে ১ লাখ ১৭ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ৩৫ জনকে আটক করা হয়। পরে তাদের ৩০ জেলেকে দুপুরে এবং ৫ জেলেকে বিকেল সাড়ে ৪টার দিকে দণ্ডিত করা হয়।
এছাড়া বুধবার দুপুরে নড়িয়ায় ৯ জেলেকে আটক করে ৫ হাজার টাকা করে জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) থান্দার খায়রুল হাসান এবং নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফাসহ থানা পুলিশ ও নৌ পুলিশ।
পরে আটকদের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ ইয়া খান এবং ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করেন।
এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আইন অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের প্রত্যেককে ১৫ দিন ও ৫ জেলের প্রত্যেকেকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে জব্দ ১ লাখ ১৭ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। আর ১৪৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা।