আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

এ্যাড. সুলতান মিয়ার স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল

বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন অপু’র পিতা শরীয়তপুর জেলা বার কাউন্সিলের সাবেক সভাপতি প্রবীন আওয়ামী লীগ নেতা এ্যাড. সুলতান মিয়ার স্মরনে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ ই অক্টোবর ২০১৭) বিকাল ৪ ঘটিকায় শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ’র উদ্যোগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগ’র ভারপ্রাপ্ত সভাপতি সালাম হাওলাদার এর সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য, মরহুমের একমাত্র পুত্র ইকবাল হোসেন অপু, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি, এড. নাভানা আক্তার এমপি,  বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনোয়ার হোসেন ও গোলাম রব্বানী চুন্নু, ৭১ ফাউন্ডেশন’র চেয়ারম্যান ডাঃ খালেদ শওকত আলী,  শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সদ্য সাবেক সভাপতি আব্দুর রব মুন্সী, শরীয়তপুর সদর উপজেলা চেয়ারম্যান হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম কোতয়াল, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক আলী শিকদার প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, সাধারন সম্পাদক নুহুন মাদবর, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি এনামুল হক সাধারন সম্পাদক তাইজুল সরকার, সদর পৌরসভারর প্যানেল মেয়র ১ বাচ্চু বেপারী, প্যানেল মেয়র ২ আলমগির মৃধা, গোসাইরহাট উপজেলা চেয়ারম্যান সৈয়দ নাসির হোসেন, ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগির মাঝি, ভেদেরগঞ্জ পৌরসভার মেয়র মান্নান হাওলাদার, শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, জেলা ছাত্রনেতা সোহেল খন্দকার, আসাদুজ্জামান শাওন, ওমর ফারুক পাংকু, রুপক চক্রবর্তী সহ শরীয়তপুর জেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, জেলার বিভিন্ন পর্যায়ের আওয়ামীলীগ, যুবলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ নেতাকর্মী বৃন্দ।

এ্যাড. সুলতান হোসেন মিয়ার একমাত্র পুত্র বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য ইকবাল হোসেন অপু বলেন, আজ আমার বাবার এই শোক সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আমি সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজ আমার বাবা নেই, আমার বাবা সর্বদা আমায় উপদেশ দিতেন কি ভাবে কি করতে হবে আবার আমি ভুল করলে আমায় শাসন করতেন। আমার চলার পথে যদি কোন ভুল ত্রুটি হয় আপনারা আমায় বলবেন আর সর্বদা আমি আপনাদের পাশে আছি।