আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সংলাপ ৭১ ডটকম’র শুভযাত্রা

মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে সংলাপ ৭১.কম নামে একটি অনলাইন নিউজ পোর্টাল এর শুভ উদ্বোধন হয়েছে। ২০১৭ সালের ১৬ অক্টোবর সোমবার বিকেল সাড়ে ৪টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে এ শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সংলাপ ৭১.কম ও সপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক এবং শরীয়তপুর জেলা মফস্বল সাংবাদিক ফোরামের আহবায়ক এম.এ ওয়াদুদ মিয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউর এ্যাডভোকেট মির্জা হযরত আলী, শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট মোঃ তাজুল ইসলাম, শরীয়তপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ডেপুটি কামান্ডার আব্দুল রাজ্জাক, শরীয়তপুর জার্নাল এর সম্পাদক এ্যাডভোকেট মুরাদ মুন্সী, শরীয়তপুর নিউজ ২৪. কম এর সম্পাদক আহমেদ জুলহাস।

এ ছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চ্যানেল আই’র জেলা প্রতিনিধি এস এম মজিবর রহমার, এনটিভি জেলা প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, দৈনিক ভোরের পাতা পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ ছগির হোসেন, দৈনিক বর্তমান এশিয়া পত্রিকার বার্তা সম্পাদক মাহবুবুর আলম, দৈনিক আনন্দবাজার পত্রিকার জাজিরা উপজেলা প্রতিনিধি মাসুদ রানা জলিল, দৈনিক বর্তমান এশিয়া সিনিয়র স্টাফ রির্পোটার রুপক চক্রবর্তী, অপরাধ বার্তার প্রতিনিধি মোঃ মহসিন রেজা, শরীয়তপুর নিউজ ২৪. কম এর বার্তা সম্পাদক ইলিয়াস মাহমুুদ, দৈনিক আনন্দবাজার পত্রিকার ভেদরগঞ্জ উপজেলার প্রতিনিধি শাহাদাত হোসেন হিরু, সাপ্তাহিক আজকের শরীয়তপুর পত্রিকার সম্পাদক টি.এম গোলাম মোস্থফা, সি.এন.এস আনলাইন নিউজ পোর্টালের বিশেষ প্রতিনিধি নাসির উদ্দিন খানসহ জেলা ও উপজেলার বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোহনা টিভির জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান।