আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

মা ইলিশ ধরার অপরাধে নড়িয়ায় ৪৫ জেলে আটক, জরিমানা ও কারাদন্ড

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় ৪৫ জেলেকে আটক করা হয়েছে।  সেই সঙ্গে ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জালসহ ১০ কেজি ইলিশ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) নড়িয়া উপজেলার এড়িয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে  ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল এবং ১০ কেজি ইলিশ মাছসহ ৪৫ জনকে আটক করা হয়। অভিযানের নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা মৎস্য কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা ও নড়িয়া থানা পুলিশ ।

দুপুর দেড়টার দিকে আটকৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিন নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আটক ৪৫ জনের মধ্যে ৩৬ জনকে বিভিন্ন মেয়াদে দণ্ডিত করা হয় ও ৯ জনকে জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।