আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় ১৫০০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ী আটক

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার পন্ডিতসার আটপাড়া গ্রাম থেকে ১৫০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রীত ২৫০০ নগত টাকা সহ দুই জন কে আটক করেন শরীয়তপুর জেলা ডিবি পুলিশের একটি টিম।  বৃহস্পতিবার শরীয়তপুর জেলার নড়িয়া থানা এলাকায় বিশেষ অভিযান ও মাদক উদ্ধার পরিচালনা করা কালীন পন্ডিতসার বাজারের পাশে আটপাড়া গ্রাম থেকে পাকা রাস্তার উপর দাড়িয়ে মাদক বেচাকেনার সময় সানি মোল্লা (২১) এবং মনি বেগম (৫৫)  কে আটক করে শরীয়তপুর জেলা ডিবি পুলিশ।  আটককৃতদের বাড়ি নড়িয়া উপজেলার ঘড়িসার ইউনিয়নের রাহাপাড়া গ্রামে।

আটক আসামী সানি মোল্লা ডিবি পুলিশের কাছে স্বীকার করে যে পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনা স্থল থেকে রাজিব মোল্লা (৩৫) নামক একজন আসামী দৌড়ে পালিয়ে যায়। পরে আটক আসামী সানি মোল্লার ঘর হতে তল্লাশি চালিয়ে ৬ টি সাদা জিপার থেকে ৬০০ পিস ইয়াবা যাহার মূল্য আনুমানিক ১,৮০,০০০ টাকা, নগত ২৫০০ টাকা ও বাদামী রং এর কিছু গুড়া পাউডার জব্দ করা হয়। এরপর পলাতক আসামী রাজিব মোল্লার ঘর তল্লাসী করে মনি বেগমের দেখানো মতে বিছানার নিচ থেকে নয় টি সাদা জিপার হতে আরো ৯০০ পিস ইয়াবা জব্দ করা হয়। যাহার মূল্য আনুমানিক ২,৭০,০০০ টাকা।

জেলার ডিবি পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেন জানান, বৃহস্পতিবার নড়িয়ায় বিশেষ অভিযান ও মাদক উদ্ধার পরিচালনা করাকালীন পন্ডিতসার বাজারে অবস্থান কালে গোপন সংবাদের ভিত্তিতে আটপাড়া গ্রাম মসজিদের পাশে পাকা রাস্তার উপর দাড়িয়ে মাদক বেচাকেনার চলছে তখন আমরা উদ্ধর্তন কর্মকর্তা অবহিত করে সত্যতা যাচাই করার জন্য সেখানে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে একজন পালিয়ে যায় আর বাকি দুই আটক করি পরে তল্লাসি চালিয়ে ১৫০০ ইয়াবা,নগত ২৫০০ টাকা এবং বাদামী রংয়ের কিছু গুড়া পাউডার জব্দ করা হয়।