
জাতীয়করণের লক্ষ্যে ঘোষিত বেসরকারি কলেজের শিক্ষকদের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন, নন-ক্যাডার ও জাতীয় শিক্ষানীতি ২০১০ এ বর্ণিত নির্দেশনা অন্তর্ভুক্ত করে বিধিমালা জারির দাবীতে শরীয়তপুরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন বিসিএস সাধারন শিক্ষক সমিতি শরীয়তপুর জেলা শাখা। রোববার বেলা সাড়ে ১২ টায় শরীয়তপুর সরকারি কলেজের শিক্ষক মিলনায়তনে জেলা ইউনিট বিসিএস সাধারণ শিক্ষা সমিতির আয়োজনে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের যুগ্ম মহাসচিব ও শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মনোয়ার হোসেন।
সাংবাদিক বৃন্দের সাথে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা ইউনিট বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সাধারন সম্পাদক ও শরীয়তপুর গোলাম হায়দার খান মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রেজাউল করিম,শরীয়তপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, সহযোগী অধ্যাপক ও শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মোঃ অলিউর রহমান, সহকারী অধ্যাপক আবদুল সোবাহান বাবুল, সহকারী অধ্যাপক ড. আবু রুশো মুহাম্মদ তোয়ার হোসেন, প্রভাষক শাহীন মিয়া, সহ শরীয়তপুর ও গোলাম হায়দার খান মহিলা কলেজের শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এ সময় বি সি এস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কমিটির ফরিদপুর অঞ্চলের যুগ্ম মহাসচিব ও শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মনোয়ার হোসেন সহ বিসিএস সাধারন শিক্ষক সমিতি শরীয়তপুর জেলার নেতৃবৃন্দ তাদের চারটি দাবী তুলে ধরেন। তাদের দাবীতে তারা জানান জাতীয় শিক্ষানীতি ২০১০ এর আলোকে জাতীয় করণকৃত শিক্ষকবৃন্দকে নন-ক্যাডার করে তাদের চাকরী মাননীয় প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী স্ব স্ব কলেজে সুনিদিষ্ট করে আগামী ১৬ নভেম্বল ২০১৭ এর মধ্যে স্বতন্ত্র বিধিমালা জারী করতে হবে; জাতীয়করণের আদেশ জারির পূর্বেই বিধিমালা প্রণয়ন করতে হবে; সরকারি কর্মকমিশন কর্তৃক গৃহীত প্রতিযোগিতা মূলক বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগের জন্য সুপারিশ ব্যতীত অন্য কোন পথে ( যেমন: বিভিন্ন প্রকল্প, ১০%, প্রদর্শক বা অন্য যে কোন প্রক্রিয়ায়) কোন ব্যক্তিকে ক্যাডারভুক্ত করা যাবে না; সম্প্রতি সরকারিকরন করা ১২টি মডেল কলেজের শিক্ষকদেরও অনুরুপ বিধিমালার আওতায় আনতে হবে।