
শরীয়তপুরের নড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল তিনটায় নড়িয়াস্থ স্বাধীনতা ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শরীয়তপুর জেলা আওয়ামীলীগ নেতা ডাঃ খালেদ শওকত আলী। নড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেলোয়ার হোসেন আকন এর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জেলা আ.লীগ নেতা বি এম মুনির হোসেন, নড়িয়া উপজেলা আ.লীগ সভাপতি হাচান আলী রাড়ি, সাধারাণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজী মনির হোসেন, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, উপজেলা যুবলীগের আহবায়ক নাসির সরদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সেকান্দার আলম রিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষক লীগের সভাপতি আঃ রহমান মাষ্টার, উপজেলা যুবলীগের সাবেক সহ সভাপতি ডি এম বরকত আলী মুরাদ, স্বেচ্ছাসেবকলীগ নেতা কাইয়ুম আহমেদ, মোক্তার তালুকদার, সালাম মৃধা, চুন্নু মাদবর, সিরাজ বেপারী, শহীদুল দেওয়ান, মানিক সরদার, বাবুল বয়াতী, মাহমুদুল হক সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মী বৃন্দ।