আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ম‌জিদ জ‌রিনা ফাউ‌ন্ডেশন স্কুল এন্ড ক‌লে‌জ’র নবীন বরণ অনুষ্ঠান

বাংলা‌দেশ পু‌লি‌শের মহাপ‌রিদর্শক (আইজি‌পি) এ কে এম শহীদুল হক বি‌পিএম, পি‌পিএম কর্তৃক প্র‌তি‌ষ্ঠিত ম‌জিদ জ‌রিনা ফাউ‌ন্ডেশন স্কুল এন্ড ক‌লে‌জের একাদশ শ্রে‌ণির নবীন বরণ ও ম‌জিদ জ‌রিনা ফাউ‌ন্ডেশন মেধা বৃ‌ত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় কলেজ ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি ছিলেন বাংলা‌দেশ পু‌লি‌শের মহাপ‌রিদর্শক (আইজি‌পি) এ কে এম শহীদুল হক বি‌পিএম, পি‌পিএম।

এ সময় উপস্থিত ছি‌লেন, ঢাকা রে‌ঞ্জের অতি‌রিক্ত ডিআই‌জি আবু কালাম সি‌দ্দিক, শরীয়তপুর জেলার পু‌লিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, মাদারীপুর জেলার পু‌লিশ সুপার সা‌রোয়ার হো‌সেন, ন‌ড়িয়া উপ‌জেলা প‌রিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ন‌ড়িয়া উপ‌জেলা নির্বাহী অফিসার সান‌জিদা ইয়াসমিন, মর্ডাণ হারবাল গ্রু‌পের চেয়ারম্যান ডা. আলমগীর ম‌তি প্রমূখ।

এছাড়াও বাংলা‌দেশ চল‌চিত্র স‌মি‌তির সভাপ‌তি চল‌চিত্র ব্য‌ক্তিত্ব মিশা সওদাগর, সাধারণ সম্পাদক জা‌হেদ খানসহ নায়ক ইমন, সাইমন, নায়িকা সা‌রিকা ও শিল্পী প্র‌তিক হাসান উপ‌স্থিত ছি‌লেন ।