
পুলিশই জনতা ,জনতাই পুলিশ । এ প্রতিপাদ্যকে সামনে রেখে শরীয়তপুরে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে আজ শনিবার সকাল সাড়ে ১১টায় শরীয়তপুর পুলিশ লাইন ড্রিল সেন্টারে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহমুদুল হোসাইন খান, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে,জেলা পুলিশের সভাপতি আলহাজ নুরমোহাম্মদ কোতোয়াল,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ এহসান শাহ প্রমুখ। এ সভায় বিভিন্ন স্তরের শত শত লোকজন অংশ নেয়। এরপূর্বে পুলিশ সুপারের কার্যালয় থেকে পুলিশ লাইন পর্য্যন্ত একটি বর্নাঢ্য র্যালী প্রধান সড়ক প্রদক্ষিন করে।