
কিছু দিন আগে দৈনিক আমাদের সময় পত্রিকায় আ.লীগের ১৫১ আসনের প্রার্থী চূড়ান্ত এই শিরোনাম একটি রিপোর্ট প্রকাশের পর আনন্দে ফেটে পড়ে শরীয়তপুর -৩ আসনের আ.লীগের নাহিম রাজ্জাকের অনুসারীরা।
এর পরিপেক্ষিতে রবিবার উপজেলা ছাত্রলীগ কর্তৃক আয়োজনে আনন্দ র্যালীর করেন। র্যালীটি পূর্ব মাদারীপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন সড়ক পদক্ষিন করে ছাত্রলীগের উপজেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচানার মাধ্যমে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবর, সাধারণ সম্পাদক কামরুল হাসান মন্টি মাঝি, ছাত্রলীগ কলেজ শাখা সভাপতি এনামুল হক ইমরান, খাইরুল হারিস পাপ্পু, সিড্যা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি রুবেল হোসেন, ছাত্রলীগ নেতা মাহববুব আলম, রিয়াজুল ইসলাম রিয়াজ,সুজন কর্মকার,সিমান্ত হাসান প্রিয় সহ ছাত্রলীগ উপজেলা ও ইউনিয়নের নেতা কর্মীরা।