আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরের দূর্গমচর কচিকাটায় দূধর্ষ ডাকাতি, আহত ১০

শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটাঁ ইউনিয়নের মান্দার তলী গ্রামে ২টি বাড়িতে নগদ টাকা সহ প্রায় ৮ লাখ টাকার মালামাল ডাকাতি হয়েছে। সোমবার দিবাগত অনুমানিক রাত ২ দিকে এক সশস্ত্র মুখোশধারী ইস্পিট বোডের মাধ্যমে ১৫ থেকে ২০ জনের ডাকাত দল কাচিকাটাঁর ইউনিয়নের মান্দার তলী গ্রামে নুরুল হক বেপারী ও আমির বকাউলের বাড়িতে গিয়ে ঘড়ের র্ধজা ভেঙ্গে নগত টাকা স্বর্ণ অলংকার ও মৃল্যেবান মালপত্র নিয়ে যায়। এসময় ডাকাত দেখে চিৎকার করলে নুরুল হক বেপারী ছেলে সোহেল কে ডাকাতরা গুলি করে সোহেল পরে গেলে বাড়ির অন্যান্য সদস্যদের মারপিট করলে ১০ জন আহত হয়। গুলিবৃদ্ধ সোহেল কে চাঁদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নুরুরহক বেপারী বলেন ডাকাতরা আলু বিক্রীর নগত ১ লাখ টাকা ১৪ ভরি স্বর্ণ,৫ ভরি রুপা,মোবাইল ফোন,টিভি নিয়ে যায় ।

তবে স্থানীয়দের অভিযোগ কাচিকাটাঁ একটি আলাদা দিপ জারকারনে কোন নাইট গার্ড নাই এবং ইউনিয়ন পরিষদের কোর চকিদার পাহারা নাথাকার কারনের এ ডাকাতি হয়েছে। এছাড়াও পুলিশের কোন টহল থাকে না এই নদীতে ডাকাতরা গরু-ছাগল মালামল ইচ্ছে মত করে ডাকাতি করে পালিয়ে যায়।