
শরীয়তপুর জেলার গোসাইরহাট উপজেলার আওয়ামীলীগের কার্যলয়ে শনিবার (২৮ অক্টোবর) সন্ধায় নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন এর ফরম শুভ উধ্বোধন করেন শরীয়তপুর-৩ আসনেনর সংসদ সদস্য নাহিম রাজ্জাক এমপি। পরে আওয়ামীলীগের সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নাহিম রাজ্জাক এমপি বলেন,উন্নয়নের জন্য এ সরকারে কোন বিকল্প নাই দেশ ও জার্তি সম্পকে জানতে আপনাদের আওয়ামীলীগের সাথে থাকতে হবে।
গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ সাজাহান সিকদারের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন,শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অনল কুমার দে, গোসাইরহাট উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ নাছির উদ্দিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দেওয়ান মোঃ সাজাহান,আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম সহ স্থানীয় আওয়ামীলীগ ও অংগ সংঘঠনের নেতৃবৃন্দ।