আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে চারদিন ব্যাপী আয়কর মেলার শুভ ‍উদ্বোধন

জাতীয় রাজস্ব বোর্ডের উদ্যোগে কর অঞ্চল -৭ এর আওতায় শরীয়তপুরে চারদিন ব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে।  বুধবার সকাল ১০ টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ১ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ৪দিন ব্যাপী এক আয়কর মেলার  শুভ উদ্বোধন করেন শরীয়তপুর জেলা পরিষদের চেয়ারম্যান ছাবিদুর রহমান খোকা সিকদার।

কর অঞ্চল-৭ এর যুগ্ন কর কমিশনার সাধন কুমার রায় এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি জেলা পরিষদ চেয়ারম্যান ছাবেদুর রহমান খোকা সিকদার।  বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল , শরীয়তপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ আলী হোসেন, উপকর কমিশনার মোঃ তৌহিদুল করিম মিয়া।  এ সময় বিভিন্ন করদাতা গন উপস্থিত ছিলেন।