
সদ্য প্রয়াত শরীয়তপুর জেলা আওয়ামীলীগের নেতা এম এম আলী আহম্মেদ, শরীয়তপুর সদর উপজেলার সভাপতি সুলতান হোসেন মিয়া, শরীয়তপুর সদর পৌরসভা আওয়ামীলীগ নেতা আব্দুল মান্নান হাওলাদার ও চান মিয়া মাদবরের স্বরনে শোক সমাবেশ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শরীয়তপুর জেলা আওয়ামীলীগ।
বৃহস্পতিবার (০২ নভেম্বর ২০১৭) বিকাল ৪ ঘটিকায় শরীয়তপুর জেলা শহীদ মিনার চত্তরে উক্ত সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেদুর রহমান খোকা শিকদার।
শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক, শরীয়তপুর-১ আসনের সাংসদ বি এম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মির্জা হযরত আলী, জেলা আওয়ামীলীগ নেতা নুরুল আমিন কোতোয়াল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হাওলাদার, সদর উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি সালাম হাওলাদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক মাহবুব রাজ্জাক, জেলা পরিষদ সদস্য সাখাওয়াত হাওলাদার, মজলিস খা, সেলিম মাস্টার, আলী আজ্জম মাদবর প্রমূখ।
শোক সভায় প্রয়াত ব্যক্তিদের স্বরনে দোয়া ও মোনাজাত করা হয় এবং তাদের আত্মার শান্তি কামনা করা হয়।