
আফরোজ্জামান মিতুল: শরীয়তপুর নড়িয়ার কানারগাও গ্রামে প্রায় ২০০টি পরিবারে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করলেন ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান, শরীয়তপুর জেলা আ.লীগ নেতা ডা. খালেদ শওকত আলী।
শুক্রবার বিকাল ৩টায় নড়িয়ায় কানারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২০০ টি পরিবারের মাঝে পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি হাজী হাচান আলী রাড়ী। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি দুলাল বেপারী, সাধারন সম্পাদক দেলোয়ার খলিফা, যুবলীগের আহবায়ক নাসির সরদার, স্বেচ্ছসেবক লীগের আহবায়ক দেলোয়ার হোসেন আকন সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।