আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস পালিত

শরীয়তপুর নিউজ ॥ উৎপাদনমুখী সমবায় করি, উন্নত বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে শরীয়তপুরের নড়িয়ায় ৪৬ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে  র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে  শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা চত্তর থেকে  একটি বর্নাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সমবায় অফিসের সামনে এসে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শেষ হয়।

পরে উপজেলা সমবায় বিভাগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ আব্দুস সোবাহান এর সভাপত্বিতে ও সেকান্দার আলম রিন্টুর সঞ্চালনায় এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নড়িয়া পৌর মেয়র মোঃ শহিদুল ইসলাম বাবু রাড়ী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ জাকির হোসেন বেপারী, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা মোস্তফা, সহকারী সমবায় কর্মকর্তা মো: শাহাদাৎ হোসেন সহ বিভিন্ন সমবায়ীরা।