আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপু‌রে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে দক্ষতা’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচির মধ্য দিয়ে শরীয়তপু‌রে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।

এ উপলক্ষে বুধবার সকালে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যাল‌য়ের সাম‌নে থে‌কে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আইডিই‌বি’র জেলা কার্যাল‌য় চত্বর গি‌য়ে শেষ হয়।

র্যা‌লি‌টি‌ উদ্বোধন ক‌রেন জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খান ও পু‌লিশ সুপার সাইফুল্লাহ আল মামুন।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আইডিইবি’র শরীয়তপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী এএফএম তৈয়াবুর রহমান, সহ-সভাপ‌তি বাবুল চন্দ্র মাল, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাংগঠ‌নিক সম্পাদক এসএম শ‌ফিকুল ইসলাম স্বপন, ম‌হিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার প্রমুখ।

এ সময় শরীয়তপুর কর্মরত বিভিন্ন বিভাগের প্রকৌশলী, সরকারী-বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তরা, সরকারের উন্নয়নে নিজেদের সুদৃঢ় অবস্থানকে তুলে ধরেন।