আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী

শরীয়তপুরের নড়িয়ায় যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা পরিষদ চত্তর থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম ইসমাইল হকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক। আক্তারুজ্জামান জমাল ফকিরের সভাপতিত্বে ও বাদল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু বাড়ী, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারি, মোক্তারের চর ইউপি চেয়ারম্যান মো. শাহেআলম চৌকিদার, নড়িয়া বাজার বণিক সমিতির সেক্রেটারী আবদুল জলিল শেখ, নড়িয়া উপজেলা ছাত্রলীগ সভাপতি শাহাদাত হোসেন রিয়াদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান হিরু প্রমুখ।