
শরীয়তপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শরীয়তপুর জেলা আওয়ামী যুবলীগ একটি বর্ণাঢ্য র্যালী বের করে। ১১ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১১টায় র্যালীটি বের হয়। জেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর মৃধার নেতৃত্বে র্যালীটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা যুবলীগ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় র্যালীতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুহুন মাদবর, যুবলীগ নেতা হোসেন সরদার, বিল্লাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম সরকারসহ উপজেলা, পৌরসভা এবং ইউনিয়ন পর্যায়ের যুবনেতাবৃন্দ উপস্থিত ছিলেন।