
বেসরকারী টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি ও জাজিরা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আনোয়ার হোসেন পলাশ (৪২) আর নেই।
আজ সোমবার সন্ধা ৬ টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। সোমবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ্য হয়ে পরলে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি জাজিরা উপজেলার বিলাশপুর গ্রামের আয়ুব আলী ব্যাপারীর পুত্র। মৃত্যুকাল এক কন্যা, স্ত্রী, ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আগামী কাল মঙ্গলবার সকাল ১০টায় শরীয়তপুর প্রেসক্লাব চত্তরে প্রথম জানাজা, সকাল ১১টায় নড়িয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে ২য় জানাজা এবং বাদ জোহর জাজিরাস্থ তার নিজ বাড়িতে শেষ জানাজা শেষে পারবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।
আনোয়ার হোসেনের মৃত্যুতে শরীয়তপুর নিউজ ২৪ ডটকম এর প্রধান সম্পাদক ও জেলা বার কাউন্সিলের সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ এবং সম্পাদক আহমেদ জুলহাস গভীর ভাবে শোক প্রকাশ করেছেন।
এছাড়া বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, শরীয়তপুর প্রেসক্লাব সহ শরীয়তপুরে কর্মরত সকল সংবাদকর্মীরা গভীরভাবে শোক প্রকাশ করেছেন।