আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

অশ্রুসিক্ত নয়নে প্রিয় সহকর্মী আনোয়ার হোসেনকে বিদায় জানাল গণমাধ্যমকর্মীরা

অশ্রুসিক্ত নয়নে দীর্ঘদিনের প্রিয় সহকর্মী বেসরকারী টিভি চ্যানেল একাত্তর টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন পলাশকে শেষ বিদায় জানিয়েছে শরীয়তপুরের গণমাধ্যমকর্মীরা। সোমবার বাদ জোহর জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের জানখার কান্দি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।

এর আগে সকাল ১০ টায় তার মরদেহ আনা হয় দীর্ঘদিনের কর্মস্থল শরীয়তপুর প্রেসক্লাব চত্তরে। সেখানে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, জেলা বার কাউন্সিলের সভাপতি এড. মো. আবুল কালাম আজাদ, জেলা প্রেসক্লাবের সভাপতি অনল কুমার দে, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় সভাপতি শহীদুল ইসলাম পাইলট সহ শরীয়তপুরে কর্তব্যরত সকল প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সকাল সোয়া ১০ টায় শরীয়তপুর প্রেসক্লাব চত্তরে প্রথম জানাজা ও সকাল ১১টায় নড়িয়া উপজেলা কেন্দ্রীয় মিনার চত্তরে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, আনোয়ার হোসেন গতকাল সোমবার সন্ধা ৬ টার দিকে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। সোমবার বিকেলে শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভূমখাড়া এলাকায় পেশাগত দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ্য হয়ে পরলে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

তিনি জাজিরা উপজেলার বিলাশপুর ইউনিয়নের জানখার কান্দি  গ্রামের মরুহুম আয়ুব আলী ব্যাপারীর পুত্র। মৃত্যুকাল এক কন্যা, স্ত্রী, ভাই-বোন সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।