আজ সোমবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২০শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে নবান্ন উৎসব পালিত

আনন্দধারায় ভাসছে কৃষকের মন-প্রাণ। বাড়ির উঠোন ভরে উঠবে নতুন ধানের মৌ মৌ গন্ধে। এসেছে অগ্রাহায়ণ। হিম হিম হেমন্ত দিন। হেমন্তে প্রাণ নবান্ন আজ।  বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে পালিত হচ্ছে নবান্ন উৎসব।  তেমনী ব্যাতিক্রম হয়নি শরীয়তপুরে।  বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে শরীয়তপুরে নবান্ন উৎসব ১৪২৪ উদযাপিত হয়েছে।  এ উপলক্ষে জেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় মহিলা সংস্থা ও কৃষি বিভাগের যৌথ আয়োজনে বুধবার শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বরে দিনব্যাপী কৃষক সমাবেশ, পিঠা ভোজন এবং মনোজ্ঞ সাংকৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সকালে ফিতা কেটে নবান্ন উৎসবের উদ্বোধন করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোসাম্মদ মাহবুবা আক্তার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার তানভীর হায়দার মেহেদী, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কবির হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে প্রমূখ।