আজ শনিবার, ২রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

শরীয়তপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

শরীয়তপুর সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিসান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকাল ৭টার দিকে চন্দ্রপুর বাজার দক্ষিণ মাথা জামে মসজিদের ছাদে এ দ‍ুর্ঘটনা ঘটে।

জিসান সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের জনুল্লাহ মাদবর কান্দি গ্রামের গোলাম মোস্তফা ঢালীর ছেলে এবং চন্দ্রপুর এএইচপি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

জিসানের বাবা গোলাম মোস্তফা জানান, সকালে চন্দ্রপুর বাজার দক্ষিণ মাথা জামে মসজিদে মক্তব পড়তে যায় জিসান। মক্তব চলাকালে ছাদ পরিষ্কার করতে অন্যাদের সঙ্গে সেও ছাদে যায়। এসময় অসাবধানতাবশত মসজিদের ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।