
একাত্তর টিভির শরীয়তপুর জেলা প্রতিনিধি ও নড়িয়া উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পলাশ এর স্মরনে নড়িয়ায় শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ০৪ টায় উপজেলা প্রেসক্লাব ভবনে এ শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও নড়িয়া বার্তা সম্পাদক ডি এম বরকত আলী মুরাদের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বার কাউন্সিলের সভাপতি এ্যাড. মো. আবুল কালাম আজাদ, নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম উদ্দিন, নড়িয়া পৌরসভার মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াত সাংবাদিক আনোয়ার হোসেন পলাশ এর ভগ্নিপতি মাষ্টার হযরত আলী মিয়া, উপজেলা মাধ্যমিক অফিসার গোলাম ফারুক, নড়িয়া পৌরসভার প্যানেল মেয়র শহিদুল ইসলাম সরদার, ত্রান কর্মকর্তা গিয়াস উদ্দিন সরদার।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন এনটিভি ও দৈনিক কালেরকন্ঠের শরীয়তপুর প্রতিনিধি আব্দুল আজিজ শিশির, বাংলাভিশনের জেলা প্রতিনিধি শহিদুজ্জামান খান, শরীয়তপুর নিউজ ২৪ ডটকম’র সম্পাদক আহমেদ জুলহাস, মানবজমিনের জেলা প্রতিনিধি খলিলুর রহমান, মাছরাঙ্গা টিভির শরীয়তপুর প্রতিনিধি কবিরুজ্জামান, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি আবদুল খালেক ইমন, ভোরের কাগজের উপজেলা প্রতিনিধি ইব্রাহিম হোসাইন, বর্তমান এশিয়ার বার্তা সম্পাদক মাহবুব আলম, একুশে সংবাদের প্রতিনিধি নুরে আলম জিকু, দেশকালের প্রতিনিধি রকি আহমেদ, মানবজমিনের উপজেলা প্রতিনিধি আলমগীর হোসেন, শরীয়তপুর নিউজ ২৪ ডটকম’র বার্তা সম্পাদক ইলিয়াছ মাহমুদ।
শোক সভা শেষে প্রয়াত সাংবাদিক আনোয়ার হোসেন পলাশ এর রুহের মাগফিরাত কামনা করা হয়।