
নড়িয়া উন্নয়ন সমিতি (নূসা)’র উদ্যোগে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল দশটায় নড়িয়াস্থ নূসার কেন্দ্রীয় কার্যালয় মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
নূসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী’র সভাপতিত্বে মতবিনিময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা মাধ্যমিক কর্মকর্তা গোলাম ফারুক, নূসার পরিচালনা পর্ষদের সদস্য মাষ্টার হাসানুজ্জামান খোকন।
পরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার প্রতিপাদ্য বিষয় ছিল আবৃত্তি, লেখালেখি ও শুদ্ধ উচ্চারণ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়িয়া সরকারি কলেজের অধ্যাপক মো. মাসুদুর রহমান, নড়িয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুল হক, লোনসিং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার শাহ আলম, কেদারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এন এস পলাশ, গিয়াস উদ্দিন সরদার ।
নুসার কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন, নুসার উপ সহকারী জয়দেব চন্দ্র কুন্ড, সহকারী পরিচালক শরিফুল ইসলাম, জাহাঙ্গীর হোসেন, আমিনুল হক মিন্টু, মনির হোসেন, শেখ মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।
বিকেলে বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি।