আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

আংগারিয়া বাজারে ভয়াবহ অগ্নিকান্ড, ৭টি গুদামঘর পুড়ে ছাই

শরীয়তপুর সদরের আংগারিয়া বাজারে পাট, সরিষা, ধনিয়া ও চালের আটটি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দুই কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন পাট ব্যবসায়ীরা।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে মিন্টু নামে এক ব্যবসায়ীর গোডাউন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

ফায়ার সার্ভিস ও ব্যবসায়ীরা জানান, ওই বাজারের ব্যবসায়ী সোহরাফ হাওলাদার, মজিবর মাদবর, মিন্টু, নজরুল সরদার, ইলিয়াস হাওলাদার, জাকির সরদার, শান্ত শাহা, ইমরান মোল্যার গোডাউন পুড়ে গেছে। খবর পেয়ে তাৎক্ষণিক শরীয়তপুর ও মাদারীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই সব পুড়ে ছাই হয়ে যায়।

পালং মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।