
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতিতে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল দশটার দিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ’র নেতৃত্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরত্বপুর্ন সড়কগুলো প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ ভবনের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সহ এলাকার বিভিন্ন শ্রেনী-পেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহন করে।
এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান, যুদ্ধকালীন থানা কমান্ডার মান্নান রারী, পৌর মেয়র মান্নান হাওলাদার, থানা আওয়ামীলীগ সভাপতি
তোফাজ্জল মোড়ল, থানা আওয়ামীলীগ সেক্রেটারি মান্নান ব্যাপারী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিদ্যালয় থেকে আগত শিক্ষক-শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।