আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

বঙ্গবন্ধুর ভাষনের স্বীকৃতিতে শরীয়তপুরে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টারে’ অন্তর্ভূক্তির মাধ্যমে বিশ্বপ্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতিতে শরীয়তপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২৫ নভেম্বর শনিবার সকাল ১০ টায় শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনন্দ শোভাযাত্রা বের করা হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়কগুলো প্রদক্ষিন করে সদর উপজেলা পরিষদেন সামনে গিয়ে শেষ হয়।

সকাল ১১ টায় শরীয়তপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এসময় ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মাহবুবা আক্তার, পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিজানুর রহমান, শরীয়তপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বাবু অনল কুমার দে, শরীয়তপুর সদর পৌরসভারর মেয়র রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর জেলা আওয়ামীলীগ সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এডভোকেট মির্জা হরযত আলী, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগির হাওলাদার সহ বিভিন্ন সরকারী দফতরের কর্মকর্তাবৃন্দরা উপস্থিত ছিলেন।