
জাটকা ইলিশ শিকারের দায়ে শরীয়তপুরের নড়িয়ায় পদ্মা নদী থেকে ১৯জেলেকে আটক করা হয়েছে। সেইসঙ্গে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত নড়িয়া উপজেলা এরিয়ার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৫০ কেজি জাটকা ইলিশ সহ ১৯ জনকে আটক করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন উপজেলা মৎস্য অফিস কর্মকর্তা সরদার গোলাম মোস্তফা ও সুরেশ^র ফাড়ি পুলিশ । পরে আটককৃতদের উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা ইয়াসমিনের নেতৃত্বে গঠিত ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
আইন অমান্য করে জাটকা ইলিশ শিকারের দায়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে ১৯ জনকে ৫ হাজার টাকা করে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেন। সেইসঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা ও পুলিশের উপস্থিতিতে জব্দকৃত ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জাটকাগুলো মাদরাসা ও এতিমখানায় বিতরন করা হয়।