আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

ডামুড্যায় ইজি বাইক চাপায় চার বছরের শিশু নিহত

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার তিলই এলাকায় ব্যাটারি চালিত ইজি বাইক চাপায় তুহিন (৪) নামে একটি শিশু নিহত হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তুহিন উপজেলার তিলই গ্রামের তাজুল ছৈয়ালের ছেলে।

প্রত্যক্ষদর্শী মমিন ও স্থানীয়রা জানায়, সকালে তুহিন আলাউদ্দিন সরদারের বাড়ির সামনে দাঁড়ায়ে ছিলেন। বিপরীত দিক থেকে আসা ইজি বাইক কিছু বুজার আগেই ওর উপর উঠে যায়। এতে গুরুতর আহত হয় সে। এ অবস্থায় তুহিনকে উদ্ধার করে ডামুড্যা হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরে স্থানীয় জনগণ ইজিবাইক চালক মনোয়ার হাওলাদারকে আটক করে। পরে পুলিশের কাছে সাপোর্দ করেন।

ডামুড্যা স্বাস্থ্য কমপ্লেক্সেরের মেডিকেল অফিসার ডা. মােঃ ইমরান হোসেন বলেন, বাচ্চাটি মৃত নিয়ে আসেন তার স্বজনরা। অতিরিক্ত রক্তক্ষরণ জনিত কারণে শিশুটির মৃত্যু হয়।

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহববুবুর রহমান চৌধুরী জানান, ইজি বাইক চাপায় শিশু মারা যাওয়ার খবরের সসাথে সাথে আমরা ঘটনা স্থলে যাই। ঘটনা স্থলে আটক করা হয় ইজিবাইক চালক মনোয়ার হাওলাদারকে। তবে এব্যাপারে মামলা হয় না। এর প্রস্তুতি চলছে।