
শরীয়তপুরের কোটাপাড়ায় ৫ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। মঙ্গলবার রাত ৮টার দিকে পৌরসভার কোটাপাড়া ব্রীজের উপর বিভিন্ন গাড়িতে অভিযান চালানো হয়। এসময় কাউসার মাদবর (৪৫) নামের এক এক মাদক ব্যবসায়ীকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। সে ফরিদপুরের ভাঙ্গা থানার কোরানপুর গ্রামের মৃত কালাম মাদবরের ছেলে।
শরীয়তপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভার কোটাপাড়া ব্রিজে মোটরসাইকেল ঘেরাও করে তল্লাশির পর কাউসার মাদবরকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়।