
‘আসুন-দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হই’ শ্লোগানে শরীয়তপুরের নড়িয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধ দিবস-২০১৭ পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল দশটায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দূর্নীতি বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলম খান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়সামিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ি। সভার সঞ্চালনায় ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক সমর কুমার মন্ডল।
এর আগে প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে উপজেলা চত্তরে দূর্নীতি বিরোধী মানববন্ধন ও র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহনকরে দুর্নীতি প্রতিরোধের শপথ নেয়।