
শরীয়তপুরে জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদফতরের সহযোগিতায় শরীয়তপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়।
র্যালিটিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহবুবা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান, সহকারী কমিশনার (আইসিটি) শংকর চন্দ্র বৈদ্য, সহকারী কমিশনার আল ইমরান, সহকারী কমিশনার (ভূমি) প্রবীর কুমার রায় প্রমূখ।