আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় স্বনির্ভর বাংলাদেশ’র উদ্যোগে ফ্রি পার্লার ম্যানেজমেন্ট প্রশিক্ষণ

শরীয়তপুরের নড়িয়ায় স্বনির্ভর বাংলাদেশ’র উদ্যোগে ও ধ্রুবতরা ইউথ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর আয়োজনে বিউটিফেকেশন এন্ড পার্লার ম্যানেজমেন্ট ফ্রি প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বৃস্পতিবার সকাল ১০টায় নড়িয়া পৌরসভা অডিটরিয়ামে ১০দিন ব্যাপী ফ্রি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী ক্লাস অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন নড়িয়া পৌরসভার মেয়র মো: শহিদুল ইসলাম বাবু রাড়ী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসলাম উদ্দিন।

এসময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: মো: আতিকুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোসা: নুরুন নাহার বেগম, নড়িয়া পৌর প্রকৌশলী মো: ইদ্রিস আলী মিয়া, পৌর কাউন্সিলর মো: আবু জাফর শেখ, ধ্রুবতরা ইউথ্ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন শরীয়তপুর’র আহবায়ক মো: ইব্রাহীম হোসাইন, মো: নেছার উদ্দিন, বিউটিশিয়ান ফারজানা ইসলাম সাথী (ট্রেইনার)সহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।