আজ শনিবার, ৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

নড়িয়ায় ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন

নড়িয়ায় নড়িয়া উন্নয়ন সমিতি নূসা’র উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী ব্যাডমিন্টন টুর্নামেন্ট এর শুভ উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেল ৫ টায় নড়িয়া স্বাধীনতা ক্লাব মাঠে ব্যাডমিন্টন টু্র্নামেন্ট এর শুভ উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য, সাবেক ডেপুটি স্পিকার কর্ণেল (অবঃ) শওকত আলী।

নুসার নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী’র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন, ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী, নড়িয়া স্বাধীনতা ক্লাবের সভাপতি ডা. তানিয়া খালেদ, নড়িয়া উপজেলা আ’লীগ সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন। টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে শরীয়তপুর ল ক্লাব ওয়ান এবং নড়িয়া স্বাধীনতা ক্লাব সিনিয়র।