
শরীয়তপুরের নড়িয়া পৌরসভা ১নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে বাংলাদেশ আওয়ামীলীগ’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল তিনটায় নড়িয়া মাজেদা স্পেশালাইজড হাসপাতাল মাঠে বাংলাদেশ আওয়ামীলীগ’র নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর-২ আসনের সাংসদ, সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলী।
নড়িয়া পৌরসভা ১নং ওয়ার্ড আ’লীগের সভাপতি মিলন জমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংহতি পরিষদের ভাইস চেয়ারম্যান মিজ মাজেদা শওকত আলী, ৭১ ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. খালেদ শওকত আলী, মেরিনা শওকত আলী ও ডা. তানিয়া খালেদ । এসময় নড়িয়া উপজেলা আ’লীগ সভাপতি হাচান আলী রাড়ি, সাধারণ সম্পাদক হাচানুজ্জামান খোকন, সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান মল্লিক, প্রচার সম্পাদক মিহির চক্রবর্তী, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গাজী মনির হোসেন, সদস্য মাষ্টার ওবায়দুল হক, পৌর আলীগের সভাপতি দুলাল বেপারী সহ স্থানীয় আ’লীগ ও বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।