আজ বুধবার, ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

রোকেয়া পদক পাওয়ায় মাজেদা শওকত আলীকে সম্মাননা দিল নড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ

নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বেগম রোকেয়া পদক পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী’কে সম্মাননা দিয়েছে নড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল পাঁচটায় নড়িয়া মাজেদা স্পেশালাইজড হাসপাতাল মাঠে মিজ মাজেদা শওকত আলী’কে এ সম্মাননা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ’র আহবায়ক মো. দেলোয়ার হোসেন আকন, আহবায়ক কমিটির সদস্য সেকান্দার আলম রিন্টু, মো. আবদুস সালাম মৃধা, শহিদুল দেওয়ান, দেলোয়ার দেওয়ান, চুন্নু মাদবর, বাবুল বয়াতী, বিল্লাল শিকদার, পৌর কমিটির সাংগঠনিক সম্পাদক আবদুর রহমান হাওলাদার প্রমূখ।

প্রসঙ্গত, গত ০৯ ডিসেম্বর শনিবার সকালে বেগম রোকেয়া দিবস-২০১৭ উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজিত অনুষ্ঠানে নারী জাগরণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে বীর মুক্তিযোদ্ধা মিজ মাজেদা শওকত আলী’র সহ আরও চার মহয়সী নারীদের হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিস মাজেদা শওকত আলী সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অবঃ) শওকত আলীর স্ত্রী এবং বেসরকারী সংগঠন ‘নড়িয়া উন্নয়ন সমিতি (নুসা)’ এর নির্বাহী পরিচালক।