
ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে আহত হয়েছে অন্তত অর্ধশত যাত্রী।
শুক্রবার বেলা ১২ টার দিকে ঢাকা মেট্রো ৭৫৬২ নাম্বারের যাত্রীবাহী বাসটি মাঝিকান্দি ঘাট হতে শরীয়তপুর আসার পথে ঢাকা-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের কোটাপাড়া ব্রিজে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। এতে বাসে আরোহী প্রায় ৫০ জন যাত্রী আহত হন ও তিন জন যাত্রীর শরীরে বাসের পেট্রোল পরে অনেকটা অংশ পুড়ে গিয়েছে। এর মধ্যে একজন শিশু ও রয়েছে।
আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশংকাজনক অবস্থায় কয়েকজনকে ঢাকা মেডিকেল কলেজে প্রেরন করা হয়েছে।