
শরীয়তপুরে বাংলাদেশ মানবাধিকার কমিশনের শরীয়তপুর আঞ্চলিক মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ ডিসেম্বর) সাড়ে ১১ টার দিকে জেলা কমিটির আয়োজনে সদর উপজেলা পরিষদ সংলগ্ন দুবাই প্লাজার ২য় তলার একটি কক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রাশিদুল হাসান মাসুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক এমপি।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন প্রতিষ্ঠাতা ও মহাসচিব মানবতাবাদী ডা. সাইফুল ইসলাম দিলদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নাভানা আক্তার, বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহানগর দক্ষিনের সভাপতি ডা. আনোয়ার ফরাজী ইমন।
এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন ঢাকা মহনগর দক্ষিণের সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান সুমন, মাদারীপুর জেলার সভাপতি আজমুল হুদা, শরীয়তপুর সদর হাসপাতালের আরএমও ডা. শেখ মোস্তফা খোকন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের ডেপুটি কমান্ডার আব্দুর রাজ্জাক সরদার, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এমএ মজলিশ খান, শরীয়তপুর পৌরসভার কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, শরীয়তপুর অনলাইন সমিতির সভাপতি সফিকুল ইসলাম স্বপন সরকার, এসআই সজল কুমার পাল প্রমূখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন, বাংলাদেশ মানবাধিকার কমিশন শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদুর রহমান।
দেশে কোন মানবাধিকার লঙ্ঘন হলে সমাজের সকলকে এগিয়ে আসার আহ্বান জানান সম্মেলনের উপস্থিত বক্তারা।