আজ রবিবার, ৩রা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

সখিপুরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুরের সখিপুরের ডিএমখালিতে মারিয়া আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ৯টার দিকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত মারিয়া সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের মাঝিমান্দি গ্রামের বাবুল মাঝির মেয়ে ও ডিএমখালি চর ভয়রা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

সখিপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মারিয়া আত্মহত্যা করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বোঝা যাবে এটি হত্যা না আত্মহত্যা।

এ ঘটনায় থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।