আজ মঙ্গলবার, ২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি

খালেদা সবসময় পাকিস্তানকে লালন করেন: এনামুল হক শামীম

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে বসবাস করলেও মনে প্রানে সব সময় পাকিস্তানকে লালন করেন। তিনি পাকিস্তানের ধারক-বাহক। সে কারণে তিনি পাকিস্তানের বাইরে অন্য কিছু বলতে পারেন না। সব সময় পাকিস্তানের সাথে আমাদের তুলনা করে।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছেই বাংলাদেশ নিরাপদ। নিয়ম অনুযায়ী ২০১৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।

কোন অবস্থাতেই অসাংবিধানিক পন্থায় ফিরে যাওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে অংশ নিতে হবে। তা না হলে তাদের অস্তিত্ব থাকবে না।

সোমবার (২৫ ডি‌সেম্বর) বেলা ১১ টার দি‌কে শরিয়তপুরের নড়িয়ায় পন্ডিতসার উচ্চ বিদ্যালয় মাঠে আ.লীগের পক্ষ থেকে শীর্তাতদের মা‌ঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এসে এসব কথা বলেন তিনি।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নড়িয়া উপজেলা চেয়ারম্যান একেএম ইসমাইল হক, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন, নড়িয়া পৌর মেয়র শহিদুল ইসলাম বাবু রাড়ী, জেলা আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান বাদল প্রমূখ।