
“মোদের গরব, মোদের আশা, আমরি বাংলা ভাষা” গানের গীতিকার ও সুরকার, প্রখ্যাত কবি, সাহিত্যিক অতুলপ্রসাদ সেন’র স্মরনে শরীয়তপুরের নড়িয়ায় সপ্তাহব্যাপী অতুল মেলা শুরু হয়েছে। অতুলপ্রসাদ সেন প্রতিষ্ঠিত পঞ্চপল্লী গুরুরাম উচ্চ বিদ্যালয়ে নড়িয়া উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ হতে ৩১ ডিসেম্বর পর্যন্ত সপ্তাহ ব্যাপী চলবে। সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে মেলার উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব শ্যামসুন্দর সিকদার।
শরীয়তপুর জেলা প্রশাসক মো. মাহমুদুল হোসাইন খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন শরীয়তপুর পুলিশ সুপার সাইফুল্লাাহ আল মামুন, নড়িয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম ইসমাইল হক, নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার সানজিদা ইয়াসমিন, জেলা পরিষদ সদস্য আলী আহম্মেদ কাজী, বিঝারী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নুরুল ইসলাম ঢালী প্রমূখ।
মেলায় শীতের পোষাক, চশমা, বিভিন্ন খেলনা, বিভিন্ন খাবারের দোকান, পুতুল নাচ হাউজসহ প্রায় ৮০ টি স্টল বসেছে।